বর্ণময় আকাশ

কষ্ট (জুন ২০১১)

Md. Mizanur Rahman
  • ১৭
  • 0
  • ১৯
আকাশের ঐ নীল বর্ণ
মনে করে দেয় সেই ব্যথাতুর স্মৃতি,
নীল বেদনায় ঘেরা হৃদয়ে
কত যে হায় মুক্তির আকুতি!
কষ্টের রং--
সে তো নীলে নীলাভ।
তাইতো নীল আকাশ
এঁকে দেয় মনে কষ্টেরই ছাপ।

গোধূলির ঐ লাল রং
মনে করে দেয় হৃদয়ের রক্তৰরণ,
লালাভ সে অধরের ভাষায়
ও মেয়ে মোরে করেছিল বরণ।
লাল গোধূলি--
যেন রক্তাক্ত হৃদয়,
তাইতো গোধূলির ঐ রং
হৃদয়ের সুখকে করে যায় ৰয়।

সীমাহীন ঐ সাদা আকাশ
মনে করে দেয় হৃদয়ের শূন্যতা,
সাদা এ জীবন আমার
যেন রঙ্গিন স্বপ্নের অপূর্ণতা।
সাদা ঐ আকাশ যেন
বর্ণহীন এক হৃদয়।
তাই তো আকাশের ঐ সাদা রং
তুলে আনে মনে অজানা সংশয়।

ঝলমলে ঐ রোদেলা আকাশ
মনে করে দেয় সেই জমকালো দিন,
সে দিন তো আজ শুধুই কল্পনা
কল্পনার সুখও যে আজ হয়েছে বিলীন।
সুখের ঐ স্মৃতি এখন
আজকের সুখও কেড়ে নেয়।
তাইতো রোদে জ্বলা আকাশও আজ
মনে জ্বালা ধরিয়ে দেয়।


মেঘে ঢাকা আকাশের ঐ কালো রং
মনে করে দেয় দিপ্তীহীন হৃদয়ের কথা,
আলোহীন হৃদয় আজ পায়না খুঁজে
সুখের ঐ বার্তা।
কালো ঐ রঙের বাহার
যেন নিকষ কালো হৃদয়।
তাইতো আকাশের ঐ কালো বর্ণ
মনে জাগিয়ে তোলে ভয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
উপকুল দেহলভি কবিতাটি খুব ভালো লাগলো; আপনাকে আমার ঘরে আমন্ত্রণ;
মারুফ আমিন অসাধারণ, ভালো লিখেসেহ্ন
খোরশেদুল আলম অনেক কষ্টের কবিতা।
শাহ্‌নাজ আক্তার বিভিন্ন রঙের বিভিন্ন কষ্ট নিয়ে রচিত করেছেন এই মূল্যবান কবিতাটি ,,, ভালো লাগলো আমার I
আবু ওয়াফা মোঃ মুফতি আকাশের সাথে তনু ও মনের নিবিড় সম্পর্ক রয়েছে | তারই বহিঃপ্রকাশ আপনার সুন্দর লেখা | ভালো লাগলো |
মোঃ আক্তারুজ্জামান কষ্টের নানা রঙের রংগুলি.........সুন্দর রাঙিয়েছেন|
মোঃ সোহেল রানা মনে হচ্ছে সুন্দর একটা কবিতা পড়লাম
sakil আপনার লেখার হাত দারুন চেষ্টা করলে আপনি ভালো কিছু সৃষ্টি করতে পারবেন nisondehe . আপনার জন্য শুভকামনা roilo .

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪